“মুজিব বর্ষের অঙ্গীকার সুরক্ষিত ভোক্তা অধিকার” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রোববার (১৫ মার্চ) শেরপুরের শ্রীবরদীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শ্রীবরদী উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ্ হুমায়ুন দিলদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহুরা, উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহেল আল আমিন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।