‘স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য’ এবং বিশ্ব পানি দিবস উদ্যাপন উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে বর্ণাঢ্য র্যালী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। বাংলাদেশ জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি স্বীকৃতি পাওয়ায় শ্রীবরদীতে সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এ শোভাযাত্রায় অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর, সহকারি কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ, মেয়র আবু সাইদ, মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন সাগর, প্রাথমিক শিক্ষা অফিসার অরুনা রায়, কৃষি অফিসার মোহাম্মদ নাজমুল হাছান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল বারেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রকিবুল হাসান, মৎস্য অফিসার মো. এমদাদুল হক, পল্লী উন্নয়ন অফিসার মো. এনামুল হক, উপজেলা মেডিকেল অফিসার মির্জা মাশরুক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক প্রমূখ। অপরদিকে শ্রীবরদী সরকারি কলেজের প্রন্সিপাল প্রফেসর হিমাংশু কুমার পাল এর নেতৃত্বে সকল শিক্ষক, শিক্ষার্থীদের নিয়ে এক আনন্দ শোভাযাত্রা বের করে।