শেরপুরের শ্রীবরদী উপজেলা কাউনের চর গ্রামের কাউনের বিলের পানিতে ১১ জুলাই বুধবার সন্ধ্যা ৬টায় গোসল করতে নেমে তিন শিশু নিখোঁজ হয়। এদের মধ্যে নিখোঁজের আধা ঘন্টা পর এক শিশুর মরদেহ স্থানীয়রা উদ্ধার করে। বাকি দু’জন শিশুর মরদেহ শেরপুর ফায়ার সার্ভিসের সহযোগিতায় ময়মনসিংহের ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে বুধবার রাত ১০টার দিকে উদ্ধার করে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বুধবার সন্ধ্যা ৬ টার দিকে কাউনের চর গ্রামের তিন শিশু বাড়ির পাশের কাউনের বিলের পানিতে গোসল করতে যায়। গোসল করতে নেমে ওই তিন শিশুই পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয় লোকজন ওই বিলের পানিতে নেমে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই গ্রামের ফকির আলীর ৫ বছরের শিশু ছেলে নুরে মোহাম্মদের মরদেহ উদ্ধার করে।
শেরপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা করেও বাকি ২ শিশুকে উদ্ধার করতে না পরায় ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে তলব দেয়া হয়। ময়মনসিংহে ডুবুরিদল রাত সোয়া ৯টায় ঘটনাস্থলে পৌঁছে শেরপুর ফায়ার সার্ভিসের সহযোগিতা নিয়ে বুধবার রাত পৌনে দশটায় একজনের ও সোয়া ১০ টার দিকে নিখোঁজ অপর শিশুর মরদেহ উদ্ধার করে।
মৃত তিনজন শিশু ওই এলাকার ফকির আলীর ছেলে নুর মোহাম্মদ (৩.৫), শুকুর আলীর ছেলে মোহাম্মদ আলী (৪) ও ছোরহাব আলীর ছেলে রিয়াদ (৪)।
মরদেহগুলো উদ্ধার করার সময় শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) আমিনুল ইসলাম সহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা , ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।