শেরপুরের শ্রীবরদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবং জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়েছে।
এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮ শত প্রান্তিক কৃষকের মাঝে প্রতিজনকে ১ কেজি করে সরিষার বীজ, ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। পাশাপাশি জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
কৃষি সম্প্রসারন অফিসার শাহজাহান কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, জেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কাদের, কৃষি অফিসার কৃষিবিদ্ মোহাম্মদ নাজমুল হাসান, সহকারি কৃষি অফিসার গোলাম মোস্তফা ও উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মৌরি আক্তার। আলোচনা শেষে ইঁদুর নিধনের জন্য কৃষক সোবাহান, সামছুল হক ও আব্দুল হামিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।