শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে জেরিন আক্তার (২০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
২০ অক্টোবর বুধবার সকালে উপজেলার মাটিয়াকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জেরিন মাটিয়কুড়া গ্রামের আশকর আলীর স্ত্রী ও বটতলা গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, জেরিন আক্তার স্বামীর বাড়িতে বুধবার সকালে অটোরিকশার ব্যাটারীর চার্জার খুলতে গেলে বিদ্যুতায়িত হয়ে পড়ে।
পরিবার লোকজন ঘটনাস্থল থেকে জেরিনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শ্রীবরদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও পরে শেরপুর সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার এসআই আ: ওয়ারেস বলেন, ব্যাটারির চার্জারের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে জেরিন বিদ্যুতায়িত হয়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল হাশিম বলেন, এঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।