শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে কালাম মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১০ জুন রবিবার বিকেলে উপজেলার নয়ানী শ্রীবরদী এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত যুবক স্থানীয় মৃত হাফেজ উদ্দিনের ছেলে।
জানা যায়, বৃষ্টিতে মুদি দোকানদার কালাম মিয়ার বসত ঘরটি সম্পূর্ণ বিদ্যুতায়িত হয়। ওই অবস্থায় কালাম মিয়া ঘরের টিনের বেড়ায় পিঠ ঠেকিয়ে দাঁড়ানোর সাথেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। পরে বাড়ির লোকজন ও স্থানীয়রা কালামকে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনিছুর রহমান তাকে মৃত ঘোষনা করেন।