‘নিরাপদ নারী, নিরাপদ দেশ, সুখি সমৃদ্ধ বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী র্যালী ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী জন সচেতনতা বৃদ্ধির লক্ষে শনিবার (১৭ অক্টোবর) সকালে বিট পুলিশিং শ্রীবরদী থানার উদ্দোগে সারাদেশের ন্যায় একযোগে উপজেলার দশটি ইউনিয়নের ১০টি বিটে ও পৌরসভার ৩টি বিটে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রীবরদী এপিপি ইন্সটিটিউশন মাঠে পৌরসভা বিট পুলিশিংয়ের আয়োজনে শ্রীবরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রহুল আমিন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সদর মাহমুদুল হাসান ফেরদৌস। তিনি বলেন, নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনসহ যেকোন অপরাধের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। সাধারণ মানুষের সহযোগিতা ও সমর্থনে এধরনের অপরাধ নিমূর্লে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ প্রশাসন বদ্ধ পরিকর।
ওসি তদন্ত বন্দে আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র আবু সাঈদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোহাম্মদ আলী লাল, মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সি বীর প্রতীক বার, হামিদুর রহমান, উপজেলা যুবলীদের সভাপতি লিয়াকত হোসেন লিটন, সাবেক সাধারন সম্পাদক আলমগীর হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর হাবিবুল্লাহ হাবি, সাবেক কাউন্সিলর পৌর আ’লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফিক, শিক্ষার্থী মনিকা আক্তার ও মরিন প্রমুখ। পৌরসভা ও ১০টি ইউনিয়নের বিট পুলিশিং সমাবেশে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী- পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।