মহান বিজয় দিবস পালনের প্রস্তুতি উপলক্ষে শেরপুরের শ্রীবরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সোমেশ্বরী হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন।
সভায় বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ রেজাউল হক, পৌর মেয়র আবু সাইদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, প্রিন্সিপাল সাদুল্লাহ বিপুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, আওয়ামী লীগ বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ আমিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লাল প্রমূখ।
বক্তারা আগামী জাতীয় বিজয় দিবস পালনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন। সভায় প্রশাসনিক কর্মকর্তা, প্রতিষ্ঠানিক প্রধান, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ্ব, সাংাবাদিক ও এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।