শেরপুরের শ্রীবরদীতে বাস চাপায় অজুফুল নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ দুপুরে উপজেলার তাতিহাটি নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অজুফুল দক্ষিণ পোড়াগড় এলাকার মৃত আহাজ উদ্দিনের স্ত্রী।
পুলিশ জানায়, ৭০বছরের বৃদ্ধা অফুজুল রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় শ্রীবরদী থেকে নেহাল ক্লাসিকের (ঢাকা মেট্রো-ব-১৪-৯২০২) নামে একটি বাস ভায়াডাঙ্গা যাওয়ার পথে ওই বৃদ্ধাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় বৃদ্ধা অজুফুল। ঘটনার পর পুলিশ বাসটি আটক করলেও চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।