শেরপুরের শ্রীবরদী পৌর শহরের চাউলের আড়ৎ ও কাঁচা বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২১ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিলুফা আক্তার পৌর শহরের ৩টি দোকানে বিভিন্ন পণ্যের মূল্য তালিকা সাটানো না থাকার অপরাধে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
সুত্রে জানা গেছে, সারা দেশে চলমান করোনা ভাইরাস আতঙ্কে হঠাৎ করে কাঁচা বাজার, চাউলসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। এরই প্রেক্ষিতে শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিলুফা আক্তার সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর শহরের আব্দুল মালেকের চাউলের আড়ৎ থেকে ৬ হাজার টাকা, ইউনুছ আলীর চাউলের আড়ৎ থেকে ৫ হাজার টাকা ও শেখ ফরিদের পেঁয়াজের আড়ৎ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়া ওষুধের দোকান ও মাস্ক বিক্রেতাদের গ্রাহকদের নিকট থেকে অতিরিক্ত মূল্য না রাখার নির্দেশ দেন।