বাংলাদেশ আওয়ামী যুবলীগের শ্রীবরদী উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠণ করা হয়েছে।
গত ২১ মার্চ কেন্দ্রীয় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জাহিদুল ইসলাম জুয়েলকে আহবায়ক এবং লিয়াকত হোসেন লিটনকে যুগ্ম-আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন।
বৃহস্পতিবার বিকালে নব গঠিত আহবায়ক কমিটির আহবায়ক ও যুগ্ম-আহবায়ক কমিটির অনুমোদন নিয়ে ঢাকা থেকে শেরপুর আসলে শ্রীবরদী উপজেলার পৌরসভাসহ ১০ ইউনিয়নের আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিকলীগসহ সকল সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী মোটর শোভা যাত্রায় স্বাগত জানিয়ে শ্রীবরদীতে আগমন করে। পরে সন্ধ্যায় শহীদ মিনার চত্বরে জেলা আ’লীগের সাবেক সংকৃতি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ ছালেহ’র সভাপতিত্বে ও শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক সুজন রেজার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী লাল, সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইফতেখার হোসেন কাফি জুবেরী, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আমিনুল ইসলাম, কৃষকলীগ আহবায়ক আব্দুল কাদের, জেলা পরিষদ সদস্য ও জাতীয় শ্রমিকলীগ আহবায়ক আবু জাফর, যুগ্ম-আহবায়ক জাকির হোসেন, আ’লীগ নেতা এম এ মোনায়েম ও ভেলুয়া ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারন সম্পাদক হাবিবুর রহমান আরজু প্রমূখ।