শেরপুরের শ্রীবরদীতে বাঁশঝাড় থেকে সাকলাইন (৩০) নামে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে পৌরশহরের পূর্ব ছনকান্দা এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত সাকলাইন একই এলাকার মৃত মন্ডল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১০টার দিকে বাড়ির কাছাকাছি ঈদগা মাঠ (ঈদের নামায পড়ার জায়গা) বাজারে সাকলাইন চা খেতে যায়। এ সময় চায়ের স্টলে অন্যান্য লোকজনের সাথে কথা বলতে দেখেছে স্থানীয়রা। এরপর সে রাতে আর বাড়ি ফিরেনি । ভোরে এলাকাবাসী তার বাড়ির উত্তর পার্শ্বে বাঁশঝাড়ে গলায় রশি বাঁধা অবস্থায় লাশ ঝুলতে দেখে। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, তাদের প্রতিবেশী রাইস মিল মালিক আজগর আলীর সাথে জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। এ নিয়ে কোর্টে মামলাও হয়েছে। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃস্টি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, লাশের সুরতহাল সংগ্রহ করে ময়না তদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নালিতাবাড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।