শেরপুরের শ্রীবরদীতে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম কবিতা বেগম (১১)। সে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর নয়াপাড়া গ্রামের শামছুল হকের মেয়ে। রোববার দুপুরে ঝগড়ারচর নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুর ২টার দিকে কবিতা তার বান্ধবীদের সাথে ঝগড়ারচর নয়াপাড়া গ্রামের বাড়ির পেছনে বন্যার পানিতে কলাগাছের তৈরি ভেলায় ঘুরতে যায়।
এ সময় ভেলাটি উল্টে গেলে সাঁতার না জানায় কবিতা পানিতে ডুবে যায়। পরে তার বান্ধবীদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে পানি থেকে কবিতার লাশ উদ্ধার করে।
শ্রীবরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর গতকাল সন্ধ্যায় বন্যার পানিতে ডুবে কবিতার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।