শেরপুরের শ্রীবরদীতে বন্যার পানিতে ডুবে হামিদ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে পৌরশহরের পূর্ব তাতিহাটি এলাকায় বাড়ি পাশে বন্যার পানিতে এ ঘটনা ঘটে। মৃত হামিদ ওই গ্রামের আবুল কালামের ছেলে।
নিহতের পরিবার জানায়, বিকেলে হামিদ বাড়ির পাশে বন্যার পানিতে খেলতে যায়। এ সময় সবার অজান্তে হামিদ পানিতে ডুবে যায়। পরে তার পরিবারের লোকজন খোঁজতে গেলে বন্যার পানিতে তার মরদেহ ভাসতে দেখে। এ সময় আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পৌরসভার স্থানীয় মহিলা কাউন্সিলর রুপালি বেগম।