শেরপুরের শ্রীবরদীতে বন্যার্তদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভেলুয়া ইউনিয়নের বন্যা কবলিত এলাকার ৬ শত মানুষের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোশারফ হোসেন, ভেলুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চোরম্যান আবু জাফর, ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।