শেরপুরের শ্রীবরদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ-১৭) উদ্বোধন করা হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) বিকালে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে উপজেলা উপজেলা প্রশাসনের আয়োজনে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে কুড়িকাহনিয়া ইউনিয়ন একাদশ বনাম রানীশিমুল ইউনিয়ন একাদশ।
এসময় উপস্থিত ছিলেন শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ আলিফ উল্লাহ আহসান, ওসি (তদন্ত) বন্দে আলী, মেডিকেল অফিসার মির্জা মাশরুর হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, কৃষি অফিসার নাজমুল হাছান, একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, জাতীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুল্লাহ ছালেহ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমিনুল ইসলাম ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং সুশীল সমাজের লোকজন। খেলায় কুড়িকাহনিয়া ইউনিয়ন একাদশ ৪-৩ গোলে রানীশিমুল ইউনিয়ন একাদশকে পরাজিত করে।