শেরপুরের শ্রীবরদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) আতাউর রহমান, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, তাতিহাটি ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লাল, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়াম্যানবৃন্দ, সাংবাদিক ও ফুটবল টুর্নামেন্টের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন শ্রীবরদী পৌরসভা একাদশ বনাম কাকিলাকুড়া একাদশ। আগামী ২৯ মে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।