শেরপুরের শ্রীবরদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিংগাবরুনা ইউনিয়ন শাখার আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিংগাবরুনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুর ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিংগাবরুনা ইউনিয়ন কৃষকলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান।
যুবলীগ নেতা রাশেদুল হক ববির সঞ্চালনায় অন্যান্যের মদ্ধে বক্তব্য রাখেন সিংগাবরুনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সভাপতি কামরুজ্জামন লিপন, সাধারন সম্পাদক ইব্রাহীম মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সাবেক উপদেষ্টা সদস্য জাহান আলী, সিংগাবরুনা ইউনিয়ন কৃষকলীগ সাধারন সম্পাদক মাহবুবুর রহমান লিটন প্রমুখ। আলোচনা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।