সারাদেশের ন্যায় শেরপুরের শ্রীবরদীতেও উদযাপিত হয়েছে বই উৎসব। গতকাল সোমবার দুপুরে উপজেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে পৌরশহরের এপিপিআই উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাসরিনের সভাপতিত্বে বই উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা অরুনা রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর, শ্রীবরদী এপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাফফর আলী, শ্রীবরদী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিবসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী।