শেরপুরের শ্রীবরদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে ইউএনও সেঁজুতি ধরের সভাপতিত্বে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় গড়জরিপা ফুটবল একাদশ ৪-০ গোলে শ্রীবরদী পৌরসভা ফুটবল একাদশকে পরাজিত করে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, ওসি (তদন্ত) বন্দে আলী, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান, শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম। খেলায় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। আলোচনা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খেলা দেখার জন্য উপজেলা বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের উপস্থিতিতে সরকারি কলেজ মাঠ কানায় কানায় ভরে উঠে।
এসময় ধারাভাষ্যর দায়িত্ব পালন করেন, সরকারি কলেজের শরীর চর্চা শিক্ষক মুর্শেদ জামান ও আরিফুর রহমান। টুর্নামেন্টে রেফারির দায়ীত্ব পালন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সাইফুল ইসলাম শাহীন।