শেরপুরের শ্রীবরদীতে ফাঁসিতে ঝুলে আনোয়ার (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ২৩মার্চ বৃহস্পতিবার উপজেলার সাতানী মথুরাদী তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার নাডু মিয়ার ছেলে।
পুলিশ, এলাকাবাসী ও তার পরিবার সূত্রে জানা যায়, নিহত আনোয়ার ঢাকায় চাকুরী করতো। গত দশদিন আগে চাকুরী ছেড়ে তার নিজ বাড়িতে আসে। ঢাকা থেকে আসার পর আনোয়ার সব সময় ছটফট করতো। প্রতিদিনের মতো বুধবার রাতে আনোয়ার তার নিজ ঘরে ঘুমুতে যায়। কিন্তু সকাল হয়ে গেলেও আনোয়ার ঘুম থেকে উঠে না। পরে পরিবারের লোকজন তার ঘরে গিয়ে ডাকতে থাকে। কিন্তু আনোয়ার কোন সারাশব্দ করে নাই। এক পর্যায়ে ঘরের দরজা ভেঙ্গে দেখে আনোয়ার ঘরের ধরনার সাথে ঝুলে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।