শ্রীবরদী উপজেলার ১ নাম্বার সিংগাবরুনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে শনিবার মাটিফাটা জিএম উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় বরইকুচি ক্রিকেট একাদশ ১৬ ওভারে ১৯১ রান করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জণ করেছে। অপরদিকে জলঙ্গাপাড়া ক্রিকেট একাদশ ৬১ রানে রান আউট হয়ে রানার্স আপের শিরোপা অর্জণ করেছে। এ উপলক্ষে সিংগাবরুনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন সিংগাবরুনা ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ইয়ানুছ আলী। সন্তান কমান্ডের সদস্য সচিব আব্দুর রহিম ইব্রাহীমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংগাবরুনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু রায়হান বাবুল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক কামরুজ্জামান লিপন, যুবলীগের সাবেক সভাপতি মোক্তারুজ্জামান মোক্তার, ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, শেখ ফরিদ, জানান আলী মেম্বার, আমিনুল ইসলাম জিএম, কাউছার আহমেদ প্রমূখ। আলোচনা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের অধিনায়ক সোহাগ ও আনার্স আপ দলের অধিনায়ক সাইদুর রহমানের হাতে পুরস্কার তুলে দেন। খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন সুজন মিয়া।