শেরপুরের শ্রীবরদীতে রাণীশিমুল ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে স্প্রে-মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে রাণীশিমুল ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মাসুদ রানা উপজেলা পরিষদের এডিপি’র বরাদ্দ থেকে ১০৫টি স্প্রে-মেশিন বিতরণ করেছেন। এসময় উপস্থিত ছিলেন এলজিইডি’র উপ-সহকারি প্রকৌশলী শরাফ উদ্দিন, কার্যসহকারি শফিকুল ইসলাম, ইউপি সদস্য সাব্বির আহমেদ স্বপন, আমিজল ইসলাম গেন্দা, মাহবুবুর রহমান ও আব্দুর রহিম প্রমূখ।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।