শেরপুরের শ্রীবরদীতে প্রাণি সম্পদ প্রদর্শণীর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রæয়ারী) দুপুরে প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চত্বরে প্রাণি সম্পদ প্রদর্শণীর উদ্বোধন করা হয়। উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প প্রাণি সম্পদ অধিদপ্তরের সহযোগিতায় এ প্রদর্শণীর উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উমর ফারুক। ডা. রোকাইয়া আক্তার লিমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কুদ্দুস, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আকন্দ, খামারী সুলাইমান ও মনিকা আক্তার প্রমূখ। আলোচনা শেষে সফল খামারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রদর্শণীতে বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, হাঁস-মুরগী ও পাখিসহ ৫৮টি স্টলের শুভা পায়।