শ্রীবরদী-বকশীগঞ্জ সড়কে প্রাইভেটকার চাপায় আতিয়া (৫) নামে একজন শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে শ্রীবরদী পৌর শহরের উত্তর শ্রীবরদী গ্রামে। স্থানীয় জনতা জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দরিপারা গ্রামে ঘাতক প্রাইভেটকারটি আটক করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, উত্তর শ্রীবরদী গ্রামের আবু তালেবের শিশু কন্যা বাড়ি সংলগ্ন রাস্তা পারাপারের সময় বকশীগঞ্জ গামী কালো রং এর প্রাইভেটকার শিশুটিকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় জনতা শিশুটিকে উদ্ধার করে শ্রীবরদী সদর হাসপাতালে আনার পথে মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
খবরটির ভিডিও দেখতে ক্লিক করুন