শেরপুরের শ্রীবরদীতে প্রাইভেট কারের ধাক্কায় সাব্বির আহাম্মেদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সাব্বির জেলার শ্রীবরদী উপজেলার পূর্বজিনিয়া গ্রামের সুজন আহাম্মেদের ছেলে ।
স্থানীয়রা জানান , আজ রবিবার সকাল সাড়ে দশটার দিকে পূর্ব জিনিয়ার আ: হামিদ মিয়ার খলার পাশের শ্রীবরদী-শেরপুর রাস্তা পারাপারের সময় শেরপুরগামী শ্রীবরদী থেকে আসা একটি প্রাইভার সাব্বিরকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায় । পরে স্থানীয়দের সহযোগিতায় সাব্বিরের স্বজনরা গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ ঘটনায় কোন মামলা দায়ের হয়নি ।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।