শেরপুরের শ্রীবরদী উপজেলায় আরটিআই অনলাইন ট্র্যাকিং সিস্টেম এবং তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও জনঅবহিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারী) সকালে শ্রীবরদী উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য অফিস ঢাকার সহযোগিতায় হল রুম সোমেশ্বরীতে এ প্রশিক্ষণ কর্মশালা ও জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সেশন পরিচালনা করেন সিরাজুল ইসলাম খান উপ-পরিচালক (প্রশাসন) তথ্য অফিস ঢাকা। এসময় তথ্য অধিকার আইনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে অংশ গ্রহন করেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাথী, ইউপি চেয়ারম্যানবৃন্দ ইউপি সচিব, ইউপি উদ্যোক্তা, এনজিও প্রতিনিধি সুশীল সমাজের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।