দেশব্যাপি করোনাভাইরাসের কারণে সারা দেশের ন্যায় শেরপুরের শ্রীবরদীতে খেটে খাওয়া হাজারো মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এসকল অসহায় কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার সামগ্রী বিতরণ করছেন জেলা পরিষদ সদস্য আবু জাফর।
উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু ও তেল। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে শেরপুর জেলা পরিষদের সৌজন্যে জেলা পরিষদ সদস্য আবু জাফর তাতিহাটি ইউনিয়নের ছনকান্দা, বকচর, জানকিখিলা, শালমারা, ভটপুর ও রাণীশিমুল ইউনিয়নের রাণীশিমুল গ্রামের ৭০ জন অসহায় মানুষের মাঝে এসকল উপহার সামগ্রীর বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।