শ্রীবরদীতে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল এক শিশুর। ৯ সেপ্টম্বর বুধবার দুপুরে উপজেলার তাতিহাটী ইউনিয়নের উত্তর ষাইটকাকড় গুচ্ছগ্রামে ওই ঘটনা ঘটে। নিহত কাওসার (১) উপজেলা ভায়াডাঙ্গা বলিদাপাড়া গ্রামের শিপন মিয়ার ছেলে।
জানা গেছে, শিপনের স্ত্রী রোজিনা বেগম শিশু সন্তান কাওসারকে নিয়ে ২০ দিন পূর্বে তার পিতার বাড়ি উত্তর ষাইটকাকড়া গুচ্ছগ্রামে বেড়াইতে আসে। বুধবার দুপুরে কাওসার বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পশ্চিম পার্শ্বে পুকুরের পানিতে পড়ে যায়। কাওসারকে বাড়িতে দেখতে না পেয়ে বাড়ির লোকজনকে খোজাখুজি করিলে ওই পুকুরের পানিতে কাওসারের লাশ ভাসতে দেখে মা রোজিনা বেগম। ওই সময় রোজিনার চিৎকারে বাড়ির লোকজন এসে পুকুরের পানি থেকে কাওসারকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ বিষয়ে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, এ বিষয়ে অপমৃত্যু মামলা দায়ের প্রস্তুতি চলছে।
অপর দিকে, সাখাওয়াত হোসেন ওরফে বেলু (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। উপজেলার ভেলুয়া ইউনিয়নের ভেলুয়া পূর্বপাড়া গ্রামে ৯ সেপ্টম্বর দুপুরে এ ঘটনা ঘটে। মৃত সাখাওয়াত হোসেন ওরফে বেলু (২৫) ভেলুয়া পূর্বপাড়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে।
পুলিশ ও এলকাবাসী সূত্রে জানা গেছে, সাখাওয়াত হোসেন ওরফে বেলু প্রায় দুই বছর পূর্বে বিয়ে করে। দাম্পত্য জীবনে কলহের জের ধরে বুধবার দুপুরে ঘরের ধরনার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, এ ঘটনায় শ্রীবরদী থানায় অপমৃত্যু মামলা দায়ের প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।