শেরপুরের শ্রীবরদীতে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২গ্রাম হিরোইনসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন শ্রীবরদী পৌরশহরের খামারিয়াপাড়া এলাকার গোলাপ মিয়ার ছেলে সোবহান (২১) ও একই এলাকার ইসমাইলের কন্যা আলোচিত শেলী আক্তার( ৪০)।
জানা যায়, মাদক মুক্ত শেরপুর জেলা গড়ার প্রত্যয়ে নবগত পুলিশ সুপার মোনালিসা বেগমের নির্দেশে ওসি বিপ্লব কুমার বিশ্বাসের তত্ত্বাবধানে থানার সেকেন্ড অফিসার এস আই মো আখতারুজ্জামানের নেতৃত্বে শ্রীবরদী থানা পুলিশের একটি দল পৌর সদরের খামারিয়াপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকা থেকে রবিবার দুপুরে হেরোইন বিক্রি কালে শেলী ও ওসমানকে গ্রেফতার করে। পরে তাদের দেহ তল্লাশী করে উদ্ধার করা হয় হেরোইন।
এ ঘটনায় থানার এসআই মো আশরাফুল বাদী হয়ে রবিবার দুপুরে শ্রীবরদী থানায় একটি মাদক মামলা দায়ের করেছেন।
ওসি বিপ্লব কুমার বিশ্বাস আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরোদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। মাদক ব্যবসায়ীদের আর ছাড় নয়, আমরা অভিযান জোরদার করেছি।