“গ্রেফতারি পরোয়ানা তামিল, জঙ্গি, মাদক, গুজব, ইভটিজিং নির্মূলে কমিউনিটি অংশ গ্রহণে শেরপুরের শ্রীবরদীতে পুলিশের বিশেষ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রীবরদী কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে থানা কম্পাউন্ডে এ অনুষ্ঠিত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম। এসময় তিনি বক্তব্যে বলেন, কারো বিরুদ্ধে ওয়ারেন্ট থাকলে সে কখনো শান্তিতে ঘুমাতে পারেনা। এ জন্য প্রয়োজন ওয়ারেন্টভুক্ত লোকদের আইনের কাছে আত্মসমর্পন করে জামিনের ব্যবস্থা করা। যেন তারা শান্তিতে ঘুমাতে পারে। আমরা চাই প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করুক।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারি পুলিশ সুপার ও নালিতাবাড়ী সার্কেল জাহাঙ্গীর আলম ও শিক্ষানবিশ পুলিশ সুপার অবিরত রায়।
শ্রীবরদী ওসি (তদন্ত) বন্দে আলীর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোহাম্মদ আলী লাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, পৌর মেয়র আবু সাইদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম প্রমূখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জহুরুল হক মুন্সী (বীর প্রতীক বার), বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদের, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, ইউপি চেয়ারম্যান হামিদউল্লাহ তালুকদার, ইউপি চেয়ারম্যান মাসুদ রানাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্য, পৌর কাউন্সিলর, কমিউনিটি পুলিশের সদস্য, সাংবাদিক, ওয়ারেন্টভুক্ত আসামীদের আত্মীয় স্বজন ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।