“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে শ্রীবরদীতে পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। শনিবার (২৬ অক্টোবর) সকালে শ্রীবরদী থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে থানা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে থানা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোহাম্মদ আলী লাল।
ওসি (তদন্ত) বন্দে আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, পৌর মেয়র আবু সাঈদ, বীর প্রতীক বার জহুরুল হক মুন্সী, যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন লিটন ও কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল প্রমূখ।
এতে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।