শেরপুরের শ্রীবরদী পৌরসভা নির্বাচনে ৪ নং ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী আনোয়ার জাহিদ বাবু মৃধা (ডালিম প্রতীক) ভোটারদের সাথে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) রাতে তার নিজ বাড়িতে মত বিনিময় করেছেন। নজরুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আনোয়ার জাহিদ বাবু মৃধা বলেন, আমি নির্বাচনে আপনাদের ভোটে পাশ করেছি। কিন্ত উট পাখি প্রতীকের প্রার্থী ফারুক হোসেন কারচুপি করে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ভোটারদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনারা আমাকে পর্যাপ্ত ভোট দিয়েছেন। কিন্তু আমি বিজয়ী হতে পারিনি। তবে সবসময় আপনাদের সেবায় নিয়োজিত থাকবো।
আব্দুল্লাহ’র সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাবুল মিয়া, ইসমাইল হোসেন, এম.এ সাত্তার বাবু, আব্দুল হালিম, শাহাজাদা, আব্দুস সামাদ, হাসান হাবিব, সোয়েব, ফজলুল হক লিটন, মিস্টার, রফিকুল ইসলাম মৃধা, আকছর আলী, আবুর কালাম, কালাম মিয়া, সোহেল মিয়া, সাগর মিয়া, মিল্লাত হোসেন। এসময় ৪ নং ওয়ার্ডের কয়েক শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।