শেরপুরের শ্রীবরদীতে সেবারমান নিশ্চিত করণে নাগরিকদের সম্পৃক্তকরণ শীর্ষক প্রকল্পের আওতায় পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রকাশ ও অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১১ টায় শ্রীবরদী পৌরসভার আয়োজনে ও প্রিপ ট্রাস্ট ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পৌর মহল্লার পূর্ব ছনকান্দা ঈদগা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন।
প্রিপ ট্রাস্টের প্রকল্প সম্ববয়ক সঞ্জীত কুমার দে এর সঞ্চালনায় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ হেল আল আমিন, উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আলমগীর হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক নিলুফা ইয়াসমিন, মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, প্রমূখ। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভার কাউন্সিলর, গণমাধ্যমকর্মী, প্রিপ ট্রাস্টের সদস্য সহ স্থানীয় গণমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।