“বর্তমান সরকারের প্রতিশ্রুতি, ন্যাশনাল সার্ভিস কর্মসুচি” এ স্লোগানকে সামনে রেখে সোমবার সকালে শ্রীবরদী সরকারি এম.এন.বি.পি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে ন্যাশনাল সার্ভিস কর্মসুচির আওতায় সুবিধা ভোগিদের তিন মাস মেয়াদী ১ম ধাপের মৌলিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
দীর্ঘদিন যাচাই বাছাই শেষে ৪ হাজার ৩ শত ৮৫ জন বেকার যুবক-যুবতি এ সার্ভিস কর্মসুচির আওতায় নেওয়া হয়েছে। ১ম ধাপের এ মৌলিক প্রশিক্ষণে ৫টি ভেন্যুতে দুই শিফটে মোট এক হাজার বেকার যুবক-যুবতি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করবেন। বাকিরা পর্যায়ক্রমে প্রশিক্ষণ গ্রহণ করবেন।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ন্যাশনাল সার্ভিস কর্মসুচির মৌলিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁন এমপি।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আবু জাফর, আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আমিনুল ইসলাম, তাতিহাটি ইউপি চেয়ারম্যান আসাদ উল্লাহ বিল্লাল ও শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম প্রমূখ।