শেরপুরের শ্রীবরদীর কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী নজিবুদ্দৌলা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। শুক্রবার সন্ধ্যায় কাকিলাকুড়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় সাধারন ভোটার ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেছেন। এ সময় তার সাথে ছিলেন আওয়ামীলীগ নেতা শাহিন মিয়া, আব্দুল মান্নান, নূর ইসলাম, মানিক, যুবলীগ নেতা শাহজাহান ও লাভলু।
তিনি বাংলাদেশ কৃষকলীগ কাকিলাকুড়া ইউনিয়ন শাখার সভাপতির দায়ীত্ব পালন করছেন। নজিবুদ্দৌলা দীর্ঘদিন যাবত আওয়ামী রাজনীতি ও সমাজসেবামূলক কাজের সাথে জড়িত। তিনি বলেন, আমি দীর্ঘদিন যাবত আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত থেকে দলের নির্দেশ মতো কাজ করেছি। আমি আশা করি, মানবতার মা জননেত্রী শেখ হাসিনা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে মনোনয়ন দিবেন। আমি নির্বাচিত হয়ে কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়নে পরিণত করব।
এছাড়া, ইউনিয়ন পরিষদের সকল সদস্যকে সাথে নিয়ে একটি জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠনসহ মাদক, জুয়া ও বাল্যবিবাহ মুক্ত করব।