আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদী উপজেলার কেকের চর ইউনিয়ন পরিষদের বাংলাদেশ আওয়ামীলীগ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী দুলাল মিয়া নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। তিনি বিগত উপ-নির্বাচনে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে দুইবার মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাজাহান মিয়া পরপর দুইবার হাইকোর্টে রিট করায় নির্বাচন স্থগিত হয়ে যায়। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন পাবেন। এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। এাড়াও বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করায় সকল শ্রেণির ভোটার মহলে রয়েছে তার ব্যাপক পরিচিতি ।
মো: দুলাল মিয়া কেকের চর ইউনিয়নের মধ্য লঙ্গর পাড়া গ্রামের মো: আশরাফ আলীর ছেলে। ১৯৯৫ সালে ছাত্র লীগের রাজনীতি দিয়ে তিনি রাজনৈতিক জীবন শুরু করেন। বর্তমানে তিনি কেকের চর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদকের দায়ীত্ব পালন করছেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন তরুণ সফল ব্যবসায়ী ও সমাজ সেবক। বয়সে তরুণ হওয়ায় সর্ব মহলে রয়েছে তার জনপ্রিয়তা। এছাড়া ওই ইউনিয়নের প্রায় ২২ হাজার ভোটের মধ্যে তার নিজ ওয়ার্ডে প্রায় ৮ হাজার ভোট রয়েছে। তিনি মনে করছেন এটাই আমার ভোট ব্যাংক। নিজ ওয়ার্ড ছাড়া অন্যান্য ওয়ার্ডেও আমার জনপ্রিয়তা তুঙ্গে।
তিনি বলেন, দীর্ঘদিন যাবত আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমি আশা করি বাংলাদেশ আওয়ামী লীগ আসন্ন ইউপি নির্বাচনে পুণরায় আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিবে। নির্বাচনে আমি বিপুল ভোটে বিজয়ী হবো। তিনি আরো বলেন, আমি কেকের চর ইউনিয়নবাসীর সেবক হয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহতের পাশাপাশি ডিজিটাল ও আধুনিক ইউনিয়ন গঠন, মাদক, সন্ত্রাস এবং বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন গঠন করবো। আমি নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের সাথে নিয়ে একটি জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠন করবো।