শেরপুরের শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ২২ হাজার ৩শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (১২ এপ্রি) বিকালে উপজেলার কুড়িকাহনিয়া ও পৌর বাজারে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা এবং নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকা থেকে শেরপুরে যাত্রী পরিবহনের দায়ে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার এবং সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মন্জুর আহসান। এসময় ঢাকা থেকে শ্রীবরদী উপজেলায় প্রবেশের ঘটনায় কুড়িকাহনিয়া ইউনিয়নে ৪টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।