শ্রীবরদীর কাকিলাকুড়া ইউনিয়ন বালিকা দাখিল মাদরাসায় বৃহস্পতিবার নবীন বরণ ও বিদায়ী ছাত্রীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে কাকিলাকুড়া ইউনিয়ন বালিকা দাখিল মাদরাসার আয়োজনে ওই মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি মাও: আক্তারুজ্জামানের সভাপতিত্বে নবীন বরণ ও বিদায়ী ছাত্রীদের দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম।
সহকারি শিক্ষক আতাউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাকিলাকুড়া ফাযিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মা: আব্দুল বাতেন, মাদরাসার সুপার মাও: আতাউল্লাহ, সহকারি সুপার মাও: আমজাদ আলী, ম্যানেজিং কমিটির সদস্য হাসনাতুল ইসলাম, শ্রীবরদী সরকারি কলেজের প্রভাষক রিফাত আহমেদ, মালেকুননেছা হযরত আলী কলেজের প্রভাষক আমিনুল ইসলাম, অভিভাবক মা: নজরুল ইসলাম, বিদায়ী ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন যোবায়দা, ৮ম শ্রেণির শিক্ষার্থী লাবনী ও রুপনা প্রমূখ।
উল্লেখ্য নারী শিক্ষার প্রসারের উদ্দেশ্যকে সামনে রেখে ১৯৯৮ সালে এ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়। প্রতিষ্ঠার শুরু থেকে এ মাদরাসার শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল সন্তোষজনক। এখান থেকে পড়াশুনা করে অনেক শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ ও বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিরত আছে। ২০১৭-১৮ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সনদ প্রাপ্ত হয়েছে।