শ্রীবরদীতে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে পুলিশ ওই নবজাতকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জানা যায়, পৌর শহরের তাতীহাটি আইডিয়াল স্কুল সংলগ্ন ব্রীজের নিচে রক্তাক্ত অবস্থায় নবজাতকের লাশ পরে থাকতে দেখে স্থানীয় জনতা । এসময় লোকজন পুলিশে খবর দিলে এসআই মোতালেব সংগীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শ্রীবরদী থানা ভারপ্রাপ্ত কর্মবর্তা রেজাউল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কে বা কাহারা ব্রীজের নিচে নবজাতকের লাশ ফেলে রেখে পালিয়ে যায়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জেলা সদর মর্গে প্রেরণ করা হয়েছে।