শেরপুরের শ্রীবরদীতে এক মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও তার ভিডিও মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ইউসুফ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার চকবন্দি গ্রাম থেকে ইউসুফকে গ্রেপ্তার করে শ্রীবরদী থানা পুলিশ। ইউসুফ চকবন্দি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় ওই ভূক্তভোগীর মা বাদী হয়ে ইউসুফকে প্রধান আসামী ও অজ্ঞাতনামা আরো দুই জনকে আসামী করে শ্রীবরদী থানায় নারী নির্যাতন দমন আইন ও পর্ণগ্রাফি আইনে মামলা করেছেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।