শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি মরণঘাতি করোনাভাইরাস থেকে মুক্ত হওয়ায় শ্রীবরদীতে আল্লাহর দরবারে শোকরানা আদায় করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শ্রীবরদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র মনোনয়ন প্রত্যাশী ছাত্রলীগ আহবায়ক এড. মেরাজ উদ্দিন চৌধুরীর আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগ আহবায়ক এড. মেরাজ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রাশেদ রতন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহিদ উল্লাহ শাহী, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, সহ-দপ্তর সম্পাদক খলিলুর রহমান, সাবেক উপজেলা ম্ুিক্তযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার হামিদুর রহমান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম প্রমূখ। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীসহ অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।