“দূর্নীতি হলে শেষ, নিজে বাঁচবো, বাচবে দেশ” এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে বর্ণাঢ্য র্যালী, মানববন্ধন ও আলোচনা সভাসহ নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ। এ উপলে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা পরিষদের কম্পাউন্ড থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদণি করে। পরে শহরের গোল চত্তরে অনুষ্ঠিত হয় মানব বন্ধন। এতে সংপ্তি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম রহুল আমীন কালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর সভার মেয়র আবু সাইদ ও ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম বকুলের উপস্থাপনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি নিলুফা ইয়াছমিন, সহকারি অধ্যাপক আতিয়া পারভিন প্রমূখ। বক্তারা দুর্নীতি প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এতে অংশ গ্রহণ করেন আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।