শেরপুরের শ্রীবরদীতে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দুস্থ্যদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জুলাই) রাণীশিমুল ইউনিয়ন পরিষদে ১৭ শত ৭ জন উপকারভোগির মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মাসুদ রানা। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আকন্দ, রাণীশিমুল ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আনোয়ার পারভেজ, যুগ্ম-সাধারন সম্পাদক ইয়াসির আরাফাত রনি, ছাত্রলীগের সাধার সম্পাদক মমতাসির আহমেদ মিশু ও সকল ইউপি সদস্য।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।