শ্রীবরদীতে বৃহস্পতিবার বিকালে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকালে ইউএনও খালেদা নাছরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা।
দু’দিন ব্যাপি এ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭টি স্টল স্থান পায়। বৃহস্পতিবার বিকালে ইউএনও খালেদা নাছরিনের সভাপতিতে ও একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায়¡ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন শ্রীবরদী এপিপিআই প্রধান শিক্ষক মোজাফর আলী, উপজেলা যুবলীগের আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল হাসান প্রমূখ। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।