শেরপুরের শ্রীবরদীতে চাঞ্চল্যকর দিনমজুর শেখবর আলী হত্যার ঘটনায় প্রধান আসামি জাকির হোসেন জিকোকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। আজ শুক্রবার (২৫ মার্চ) দুপুরে র্যাব-১৪’র জামালপুর অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১৪, সিপিসি-১’র কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।
তিনি জানান, জমিসংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে শেখবর আলী ও জাকির হোসেন জিকোর পরিবারের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার সন্ধ্যায় শেখবর আলীকে কুপিয়ে হত্যা করে জিকোসহ অন্যান্যরা।
এ ঘটনায় র্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে এবং থানায় মামলা দায়েরের পাঁচ ঘন্টার মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজস্ব প্রযুক্তির ব্যবহার করে শ্রীবরদীর বালিজুড়ি এলাকার গহীন অরণ্যের পাহাড় থেকে মামলার প্রধান আসামি জিকোকে গ্রেপ্তার করে র্যাব।
এর আগে বৃহস্পতিবার রাতে মামলার আসামি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান রাজাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। এ নিয়ে ওই মামলায় মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে দিনমজুর শেখবর হত্যার ঘটনায় তার ছোটভাই মাহফুজ বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে এবং ১৫ জনকে অজ্ঞাতনামা করে মোট ৩৯ জনের নামে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে র্যাব-১৪’র সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানাসহ র্যাবের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রীবরদীতে পুর্ব শত্রুতার জের ধরে একজন খুন, আটক ৩
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় শ্রীবরদী উপজেলার পশ্চিম হালুয়াহাটি এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দিনমজুর শেখবর আলীকে হত্যা করে জাকির হোসেন জিকোসহ প্রতিপরে লোকজন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে জজ মিয়া ও জিকোর স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।