শেরপুরের শ্রীবরদীতে দিনব্যাপী ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর সহায়তায় উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুম সোমেশ্বরীতে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা ভূমি অফিসের আওতাধীন দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মসুচির সেশন পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকিউল বারী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামান, গড়জরিপা ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল ও কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন।