শেরপুরের শ্রীবরদীতে ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ প্রকল্পের সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (৮ জানুয়ারী) দিনব্যাপী ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শ্রীবরদী এম এন বিপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এ ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রকৌশলী একেএম ফজলুল হক চান এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তারুকদার, সমাজ সেবা কর্মকর্তা সরকার নাসিমা আখতার প্রমুখ। দিনব্যাপী ওরিয়েন্টেশন ওয়ার্কশপের সেশন পরিচালনা করেন জামালপুরের সরকারি জাহেদা সফি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ফজলুল হক মনি।
এতে অংশ গ্রহণ করেন বিভিন্ন বিদ্যালয় ও মাদরাসার শিক্ষক, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ডাক্তার, মুক্তিযোদ্ধা, অটিস্টিক অভিভাবক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।