শ্রীবরদী উপজেলার অরাজনৈতিক সংগঠন ঠিকানা সমাজ সেবা সংস্থার দ্বি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার সংস্থার মাধবপুর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের ১ম পর্বে সংস্থার সভাপতি মাহফুজুর রহমান হিটলারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম, সম্মানীত সদস্য সোহানুর রহমান, বেলাল মাহমুদ, দুলাল মাহমুদ ও মাহীন সরকার প্রমূখ। সম্মেলনের ২য় পর্বে অনুষ্ঠিত হয় প্রত্যক্ষ ভোটাধিকারের মাধ্যমে নির্বাচন। নির্বাচন পরিচালনা কমিটির দায়ীত্ব পালন করেন সংস্থার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল হক ববি, সাবেক সভাপতি জিয়াউর রহমান, সদস্য রুপজল হক ও বেলাল মাহমুদ। নির্বাচনে সভাপতি মাহফুজুর রহমান হিটলার ও ইয়ানুছ আলী প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনে ৫২ জন ভোটারের মধ্যে ৪০ জন উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগ করেন। মাহফুজুর রহমান হিটলার ২৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে ওমর ফারুক ও মাজহারুল ইসলাম তালুকদার প্রতিদ্বন্দিতা করেন। ওমর ফারুক ২৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অপরদিকে রাশেদুল হক ববি সিনিয়র সহ-সভাপতি, মাহমুদুন নবী মোরাদ সহ-সাধারণ সম্পাদক, শাহীনুর আলম সাংগঠনিক সম্পাদক ও আব্বাস আলী কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।