শেরপুরের শ্রীবরদীতে টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাদরাসা ছাত্র মিল্লাতের। মিল্লাত উপজেলার খড়িয়া কাজির চর ইউনিয়নের তানজিমুল উম্মা হানিউল সুম্মা হাফিজিয়া মাদরার ছাত্র। সে নাজারা শেষ করে হাফিজি পড়তেছে। বর্তমানে সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডা. কাজিমদ্দিনের অধিনে চিকিৎসাধীন রয়েছে। সহায় সম্বলহীন ভ্যান চালক বাবা বাদল মিয়ার চার সন্তানসহ পরিবারের ৬ সদস্যের সংসার চালানোই যেখানে কষ্টসাধ্য, সেখানে আবার ছেলের উপর ক্যান্সারের মতো কঠিন রোগ বাসা বেঁধেছে। এ যেন মরার উপর খারার ঘাঁ। ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু মিল্লাতের চিকিৎসা করানো তার বাবার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তাই সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন মিল্লাতের বাবা বাদল মিয়া। সাহায্য পাঠানোর ঠিকানা : তার বাবার বিকাশ নম্বর-০১৯৩৯৭৮২৬০৫, শ্রীবরদী, শেরপুর।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।